সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১২ টাকা

ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল তারিখে শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে।
সয়াবিন তেলের দাম
ছবি: সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই মূল্য অবিলম্বে কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল তারিখে শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৯ টাকা। এ ছাড়া, ৫ লিটারের বোতল ৯৬০ টাকায় বিক্রি হবে।

খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

এর আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা ও বোতলজাত প্রতি লিটার ১৮৭ টাকা। এ ছাড়া, ৫ লিটারের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। খোলা পাম তেলের দাম ছিল ১১৭ টাকা।

সে হিসাবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা এবং খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বেড়েছে।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

3h ago