কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ রোববার দুপুর সাড়ে ৩টায় রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহ্বায়ক ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। দুপুর সোয়া ৩টায় ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। তবে আমাদের দাবিগুলো ৭২ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে গতকাল ৭২ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে ইন্টার্ন চিকিৎসকরা।

গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার মারা যান। ওই ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগ ওঠে, কিছু ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মী বিক্ষোভরত শিক্ষার্থীদের মারধর করেন। পরদিন বিকেলে তারা কাজে যোগ দেন। একদিন পর আবারও ধর্মঘটের ডাক দেন তারা।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

1h ago