ভুল কানে অস্ত্রোপচার: চিকিৎসকের নিবন্ধন স্থগিত করল বিএমডিসি

অস্ত্রোপচারের সময় গাফিলতির অভিযোগে রাজধানীর ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আলী জহির আল আমিনের নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বিএমডিসি

অস্ত্রোপচারের সময় গাফিলতির অভিযোগে রাজধানীর ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আলী জহির আল আমিনের নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

এক রোগীর এক কানের পরিবর্তে অন্য কানে অস্ত্রোপচার করায় ১ বছরের জন্য তার নিবন্ধন স্থগিত করা হয়েছে।

গত ১৬ নভেম্বর বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, অধ্যাপক ডা. আলী জহির আল আমিন আগামী ১ বছর চিকিৎসা সেবা দিতে পারবেন না।

চিঠিতে বলা হয়, ২০২০ সালে ডা. আলী জহির ৩৮ বছর বয়সী এক রোগীর বাম কানের পরিবর্তে ডান কানে অস্ত্রোপচার করেন। নিজের ভুল সত্ত্বেও তিনি রোগীর স্বজনদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন।

এ ঘটনায় ওই রোগীর স্বামী জিয়াউর রহমান ভূঁইয়া পরে বিএমডিসিতে অভিযোগ জানান।

অভিযোগ পেয়ে বিএমডিসি ঘটনার তদন্ত শুরু করে এবং ডা. আলী জহিরের কাছে ব্যাখ্যা চায়।

চিকিৎসক এ বছর ৩১ অক্টোবর বিএমডিসিতে তার লিখিত ব্যাখ্যা জমা দেন। ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাকে এক বছরের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিএমডিসি।

Comments