কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরলেন খুলনার চিকিৎসকরা

বক্তব্য রাখছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি শেখ বাহারুল আলম | ছবি: টেলিভিশন থেকে সংগৃহীত

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ১ সপ্তাহের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আজ শনিবার দুপুর পৌনে ১২টায় বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম এই সিদ্ধান্তের কথা জানান।

গত ২৫ ফেব্রুয়ারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে খুলনায় কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকরা। 

বাহারুল আলম বলেন, 'খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল আজ সকাল ১০টা থেকে দীর্ঘ সময় আমাদের কার্যকরী পরিষদ বিএমএ, বিপিএমপিএ এবং ক্লিনিক মালিক সমিতির সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। আমরা আজকে দুপুর থেকে কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত করলাম। আজ সন্ধ্যা ৭টায় আমাদের সাধারণ সভা আছে, সাধারণ সভায় আমরা সংবাদ সম্মেলন করব।'

তিনি বলেন, '৭ দিন আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। এই ৭ দিনে যদি কৃত অপরাধী পুলিশকে হেফাজতে নিয়ে বিচারে সোপর্দ করা না হয় আমরা আবার কর্মবিরতিতে যাব। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো, পুলিশ প্রশাসনকে আমরা মুখোমুখি করতে চাইনি...তাকে যেন শাস্তি দেওয়া হয়। অপরাধীকে শাস্তি না দেওয়া আরেকটি অপরাধ।'

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, 'চিকিৎসককে অপমান করার পরিপ্রেক্ষিতে বিএমএর পক্ষ থেকে তারা কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছিল। এখানে আমাদের বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন বিভিন্ন সময় তাদের সঙ্গে কথা বলেছে। আমাদের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল এসে দুপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। ওই নারী ও তার স্বামী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। চিকিৎসকদের বক্তব্য যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।'

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago