করোনা আর বৈশ্বিক জরুরি অবস্থা নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ ঘোষণা দিয়েছেন।
ছবি: রয়টার্স

৩ বছরেরও বেশি সময় আগে ঘোষণা করা কোভিড -১৯ মহামারির জরুরি অবস্থার অবসান ঘটাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ শুক্রবার সংস্থাটি এ ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, 'অত্যন্ত আশা নিয়ে আমি ঘোষণা করছি, কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।'

তিনি আরও বলেন, 'গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে। তারা আমাকে সুপারিশ করেছে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি।'

২০২০ সালের ৩০ জানুয়ারি ডব্লিউএইচওর জরুরি কমিটি করোনার জন্য সর্বোচ্চ স্তরের সতর্কতা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। এ ঘোষণা স্বাস্থ্য হুমকিটির বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে এবং সেইসঙ্গে টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে।

জরুরি অবস্থা তুলে নেওয়া এই জায়গাগুলোতে অগ্রগতির একটি চিহ্ন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জরুরি অবস্থা আর না থাকলেও করোনা কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না। এটি থেকেই যাবে।

Comments