শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: স্টার

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

আজ রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুতানা, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী ও সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'সারা দেশের পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত সব শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। প্রথম দিকে ২৩ লাখ কিশোরীকে এবং পর্যায়ক্রমে দেশের সোয়া কোটি মেয়েকে এই টিকা দেওয়া হবে।'

তিনি বলেন, 'এই টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে খুবই কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পরবর্তীতে অন্য নারীরাও এই টিকা নিতে পারবেন।'

আজ জেলা শহরের এস কে সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হয়। আগামী ১৮ দিনের মধ্যে, মানিকগঞ্জের এক হাজার ১৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ হাজার ৪১৫ জন ছাত্রীকে এই দিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago