ইসরায়েলের বিরশেবাতে নিহত ৩, ইরানে নিহত আরেক পরমাণু বিজ্ঞানী

ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে তিনজন এবং ইরানে এক পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, তেহরানে ইসরায়েলি হামলায় পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করা হয়েছে। ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভালি আসরের মূল সড়কে তার ওপর হামলা হয়।

দ্য টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুরুতর আহত তিনজন মারা গেছেন।

এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আজ সকাল থেকে ইসরায়েল জুড়ে তৃতীয় দফায় বেজেছে সাইরেন। এরই মধ্যে ইসরায়েলে চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 'প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সতর্কতা পাওয়া মাত্রই অবশ্যই সবাইকে সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।'

 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

19h ago