ব্রাজিলে ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ব্রাজিলে ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
ভারী বর্ষণের পর ভূমিধ্বস হয়। সাও পাওলোতে উদ্ধার কাজ চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ছবি: রয়টার্স

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে।

সপ্তাহ জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় শহরগুলোতে ভূমিধ্বস ও বন্যা দেখা দিয়েছে।

আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাও পাওলো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় আড়াই হাজার মানুষ এখনো ঘর ছাড়া রয়েছেন।

সাও সেবাস্তিয়াও শহরে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শহরটি ঘুরে দেখেন। নিরাপদ স্থানে নতুন বাড়ি নির্মাণের মাধ্যমে প্রায় ৯১ হাজার লোকের শহরটি পুনর্নির্মাণের অঙ্গীকার করেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

22m ago