তুরস্কে আবারও ভূমিকম্প: মৃত্যু ১, আহত ৬৯
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পূর্বাঞ্চলে আবারও ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় কমপক্ষে একজন মারা গেছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এ ছাড়া, আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবন ধসে পড়েছে।
আজ সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল তুরস্কের মালাতিয়া প্রদেশের ইয়েসেলিরুত শহরে। এতে কাহরামানমারাসে একটি ক্ষতিগ্রস্ত কারখানা ধসে একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৯ জন।
ইয়েসেলিরুতের মেয়র মেহমেত সিনার হেবারতুর্ক টেলিভিশনকে বলেছেন, ভূমিকম্পে শহরটির বেশ কিছু ভবন ধসে পড়েছে। যার মধ্যে একটি ৪ তলা ভবন রয়েছে, যেখানে এক বাবা তার মেয়েসহ আটকা পড়েছেন।
তারা প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে ক্ষতিগ্রস্ত ওই ভবনে প্রবেশ করেছিলেন বলেও জানান তিনি।
গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ওই এলাকা। এরপর থেকে ওই অঞ্চলে ৯ হাজার বারেরও বেশি আফটার-শক অনুভূত হয়েছে বলে জানায় এএফএডি।
এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫০ হাজার ছাড়িয়ে গেছে। তুরস্কের সরকার জানায়, এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Comments