রুশপন্থী সন্দেহে ইউক্রেনে অর্থোডক্স চার্চ প্রধানের বাড়িতে তল্লাশি

রাশিয়ার সশস্ত্র আগ্রাসনের বৈধতা দেওয়ার জন্য অভিযুক্ত কিয়েভের অর্থোডক্স চার্চ প্রধানের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইউক্রেনের তদন্তকারীরা।
ইউক্রেনের অর্থোডক্স চার্চ প্রধান মেট্রোপলিটন পাভেল লেবেড। ছবি: রয়টার্স

রাশিয়ার সশস্ত্র আগ্রাসনের বৈধতা দেওয়ার জন্য অভিযুক্ত কিয়েভের অর্থোডক্স চার্চ প্রধানের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইউক্রেনের তদন্তকারীরা।

আজ শনিবার বিবিসি জানায়, মেট্রোপলিটন পাভেল লেবেড ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঠ কিয়েভ পেচারস্ক লাভরা (১১শ শতাব্দীতে নির্মিত গুহা মঠ) পরিচালনা করেন। তার ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের শাখা (ইউওসি) আগে মস্কোর যাজকদের অনুগত ছিল।

কিয়েভের প্রসিকিউটররা বলেছেন যে, তাকে জাতীয় ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার জন্য সন্দেহ করা হচ্ছে।

কিয়েভ তাকে এবং তার অনুসারীদের মঠ থেকে উচ্ছেদের চেষ্টা করছে।

তবে মেট্রোপলিটন পাভেল লেবেড অভিযোগ অস্বীকার করে বলেছেন, মঠ থেকে সন্ন্যাসী এবং কর্মীদের উচ্ছেদের কোনো আইনি ভিত্তি কিয়েভের নেই।

দৈনিক ইউক্রেনস্কা প্রাভদা জানায়, আজ আদালতে উপস্থিত হয়ে মেট্রোপলিটন পাভেল লেবেড বিষয়টিকে 'একটি রাজনৈতিক মামলা' হিসেবে উল্লেখ করেছেন। সেসময় তিনি বলেন, 'আমি কখনই আগ্রাসনের পক্ষে ছিলাম না'। তবে তিনি রাশিয়ার কথা উল্লেখ করেননি।

মেট্রোপলিটন পাভেল লেবেড বলেছেন, 'আমি আগ্রাসনের বিরুদ্ধে এবং আমি এখনো ইউক্রেনে আছি, এটাই আমার ভূমি।'

তবে নিজের বর্তমান অবস্থাকে 'গৃহবন্দী' হিসেবে বর্ণনা করেছেন তিনি।

শুক্রবার সন্ন্যাসীদের উচ্ছেদ আদেশের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ শত শত মানুষ কিয়েভ পেচারস্ক লাভরা মঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

Comments