বিক্ষোভে উত্তাল পাঞ্জাবে সেনা মোতায়েন, গ্রেপ্তার প্রায় ১ হাজার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে চলছে বিক্ষোভ, বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে পিটিআই সমর্থকদের।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঞ্জাবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান সরকার।
আজ বুধবার ডন জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সৈন্য মোতায়নের অনুমোদনের বিষয়ে জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, সেনা মোতায়েনের তারিখ ও কোন কোন এলাকায় কত সংখ্যক সেনা মোতায়েন করা হবে এসব বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারের সঙ্গে পরামর্শ করে প্রাদেশিক সরকার সিদ্ধান্ত নেবে।
পাঞ্জাবে পিটিআইয়ের বিক্ষোভ থেকে প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এএফপি জানায়, পাঞ্জাব জুড়ে ৯৪৫ জন আইন ভঙ্গকারী ও দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে সহিংসতায় এ পর্যন্ত ১৩০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
Comments