১১ ঘণ্টা পর আদালত থেকে বের হলেন ইমরান খান

পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে ১১ ঘণ্টা অবস্থানের পর পুলিশের কড়া পাহারায় বের হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান।
সেখানে উপস্থিত ডনের এক সংবাদদাতা জানান, ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (নিরাপত্তা) গাড়িতে রাষ্ট্রীয় নিরাপত্তায় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
এর আগে, ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ৩০ মিনিটের ব্যবধানে অন্তত ৩ বার গুলির শব্দ শোনা গেছে।
ডনের সংবাদদাতা ঘটনাস্থল থেকে বলেন, 'থেমে থেমে গুলি চলছে। আমি মাত্রই ৫টি গুলির শব্দ শুনেছি।'
তবে হাইকোর্টের আশপাশের ভবনগুলোতে স্নাইপার পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আজ আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ওই জামিন শুনানির জন্য আদালতে হাজির ছিলেন তিনি।
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেপ্তার করেন এনএবির সদস্যরা। ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ হয়।
Comments