‘সংবিধান বাঁচাও, পাকিস্তান বাঁচাও’ স্লোগানে রাস্তায় নামার আহ্বান ইমরান খানের

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার দিকে ভাষণ দেন ইমরান খান। ছবি: পিটিআইয়ের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত ভিডিও থেকে নেওয়া

জামিনে মুক্তির পর লাহোর থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার দিকে ভাষণ দেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ইমরান খানের বক্তৃতা সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করে আদালতের আদেশ সত্ত্বেও কোনো বড় টেলিভিশন চ্যানেলে তার এই ভাষণ সম্প্রচার করা হয়নি।

ইমরান খান বলেন, 'আজ আমাদের গণতন্ত্র সুতোয় ঝুলছে। শুধু বিচার বিভাগই এটিকে বাঁচাতে পারে। এই মাফিয়ারা বিচার বিভাগের ওপর হামলা চালাচ্ছে, তাই আমি জাতিকে আমাদের বিচার বিভাগ ও সংবিধানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।'

'স্বাধীন বিচার বিভাগ ধ্বংস হলে আপনার স্বাধীনতা থাকে না। কারণ বিচার বিভাগ মৌলিক অধিকার রক্ষা করে। আমাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমি বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ।

'দ্বিতীয়ত, আমি জনসাধারণের কাছেও কৃতজ্ঞ যারা রাস্তায় নেমে এসেছিল, যারা শান্তিপূর্ণ ছিল, যেভাবে আমার সমর্থক, ভোটার এবং কর্মীরা আমাদের ২৭ বছরের রাজনীতিতে সবসময় শান্তিপূর্ণ থেকেছেন।'

জাতির উদ্দেশে দেওয়া ১ ঘণ্টার ওই ভাষণের শেষে আগামীকাল সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ইমরান খান।

তিনি বলেন, 'আগামীকাল বিকাল সাড়ে ৫টায় আমি সবাইকে, বিশেষভাবে নারীদের উদ্দেশে বলছি কারণ আমি আমাদের ঘরে ঘরে বিপ্লব দেখতে পাচ্ছি, রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। আপনারা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বের হয়ে আসুন। প্ল্যাকার্ডে লিখুন 'হাকিকি আজাদি' (সত্যিকারের স্বাধীনতা) এবং 'সংবিধান বাঁচাও, পাকিস্তান বাঁচাও।'

'যার রাস্তার গলির মুখেই ১ ঘণ্টার জন্য এই প্ল্যাকার্ড হাতে দাঁড়ান,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

7h ago