বন্যায় ইতালিতে ৩৬ হাজার মানুষ ঘরছাড়া

ইতালিতে বন্যা
ইতালির ইমিলিয়া রোমগনা অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

গত কয়েক দিনে দেশটির ইমিলিয়া রোমগনা অঞ্চলে ভারি বৃষ্টিতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার আরও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গতকাল ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানায়, জাপানে জি সেভেন সম্মেলনে অংশ নেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজ দেশে জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিগগির টোকিও ছাড়ার কথা জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, 'এমন জটিল পরিস্থিতিতে আমি ইতালি থেকে খুব দূরে থাকতে পারি না।' জি সেভেনের নেতারা ইতালিকে সহায়তার আশ্বাস দিলে তিনি তাদের ধন্যবাদ দেন।

আজ মেলোনির কয়েকটি বন্যাকবলিত এলাকায় যাওয়া কথা আছে বলে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাভেন্না আঞ্চলিক প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরে আসার অনুরোধ করেছে।

বন্যায় ৩০৫টির বেশি ভূমিধস ও ৫০০টির বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago