বার্ড ফ্লু মহামারি ঠেকাতে টিকাদান শুরু করুন: বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা

বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবরে চীনের এক আতঙ্কিত পোল্ট্রি ব্যবসায়ী। ছবি: রয়টার্স

বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওএএইচ) প্রধান মনিক ইলিয়ট বলেছেন, বার্ড ফ্লুতে বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন পাখি ও স্তন্যপায়ী প্রাণী মারা যাওয়ায় এটি নতুন এক মহামারিতে পরিণত হয়েছে। ফলে এই মহামারি ঠেকাতে বিভিন্ন দেশের সরকারের টিকাদান কর্মসূচি চালু করা উচিত।

রয়টার্সের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমরা কেবলই কোভিড সঙ্কট থেকে বেরিয়ে আসছি, যেখানে বিশ্বের প্রতিটি দেশই অনুধাবন করেছে যে, মহামারির অনুমান সত্য ছিল।' 

'যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য করে এমন প্রায় প্রতিটি দেশই আক্রান্ত হয়েছে, ফলে রোগ (বার্ড ফ্লু) নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার পদ্ধতিগত হত্যা ছাড়াও সম্ভবত টিকা নিয়ে আলোচনার সময় এসেছে', যোগ করেন তিনি।

এই সমস্যা থেকে উত্তরণের জন্য আজ রোববার থেকে ৫ দিনের সাধারণ অধিবেশন শুরু করেছে ডব্লিউওএএইচ, যেখানে বিশ্বব্যাপী এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা এইচপিএআই নিয়ন্ত্রণের বিষয়গুলো ফোকাস করা হবে।

ডব্লিউওএএইচ'র এক সমীক্ষায় দেখা যায় যে, এর সদস্য রাষ্ট্রগুলোর মাত্র ২৫ শতাংশ জানিয়েছে যে, তারা এইচপিএআই'র বিরুদ্ধে টিকা দেওয়া পোল্ট্রি আমদানি করবে।

গত বছর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি রাষ্ট্র বার্ড ফ্লু ভ্যাকসিন কৌশল বাস্তবায়নে সম্মত হয়েছিল। প্রথম রাষ্ট্র হিসেবে ফ্রান্স আগামী শরতে হাঁসের ওপর বার্ড ফ্লু টিকা প্রয়োগের মাধ্যমে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

13h ago