ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিবিসি জানায়, আজ সোমবার মিলান শহরের সান রাফায়েল হাসপাতালে তার মৃত্যু হয়।
বিশিষ্ট ধনকুবের ও মিডিয়া টাইকুন বেরলুসকোনি ক্রনিক মায়েলোমনোসাইড লিউকেমিয়া নামের বিরল রক্তের ক্যানসারে ভুগছিলেন।
১৯৩৬ সালে মিলানে বেরলুসকোনির জন্ম। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু। পরে একটি আবাসন নির্মাতা-প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে কয়েকটি টিভি চ্যানেলেরও মালিক হন।
১৯৮৬ সালে ফুটবল ক্লাব এসি মিলানের মালিকানার মধ্যদিয়ে ক্লাবটিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচান তিনি। এরপর রাজনৈতিক অঙ্গনে নাম লেখান। ১৯৯৩ সালে ডানপন্থীদের নিয়ে ফোরজা ইতালিয়া দল গঠন করেন।
১৯৯৪ সালে বেরলুসকোনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত ৪ বার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে আদালতে তার কারাদণ্ড হয়।
Comments