মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ব্রুনেইতে ২৯ জুন ঈদ

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহা, ঈদ,
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইতে আগামী ২৯ জুন ঈদুল আজহা পালিত হবে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাত দিয়ে আজ রোববার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আরবি জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। 

আজ ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে চাঁদ দেখা যায়নি এবং ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

মালয়েশিয়ায়ও ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।

রোববার ব্রুনেইয়ের আকাশে নতুন চাঁদ দেখা যায়নি। সে দেশের মুসলিমরাও ২৯ জুন ঈদ উদযাপন করবেন।

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

Comments