পাকিস্তানে রাজনৈতিক দল জেইউআই–এফের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ৩৯

বিস্ফোরণে হতাহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ডন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাজাউর জেলার খার তেহসিল এলাকায় রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম–ফজলের (জেইউআই–এফ) সম্মেলনে বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় ১২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। কে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ডন জানায়, খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী ফিরোজ শাহ জামাল হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বাজাউর ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।'

জিও নিউজের সঙ্গে আলাপকালে ফিরোজ শাহ জামাল বলেন, 'গুরুতর আহতদের আমরা হেলিকপ্টারে করে পেশোয়ারসহ অন্যান্য হাসপাতালে নিয়ে যাচ্ছি।'

'এ মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আহতদের চিকিৎসা দেওয়া। বিস্ফোরণের স্থান ঘিরে রাখা হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনী সহায়তা করছে', যোগ করেন তিনি।

এদিকে, বাজাউর জেলার জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান ডনকে জানান, খার তেহসিলে জেইউআই-এফ দলের আমির মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফারণে নিহত হয়েছেন। 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

1h ago