মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে রেলওয়ে কনস্টেবলের গুলি, নিহত ৪
ভারতের মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা করেছেন রেলওয়ে প্রটেকশন ফোর্সের (আরপিএফ) এক কনস্টেবল।
আজ সোমবার ভোরে মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পালঘর রেলওয়ে স্টেশনের কাছে জয়পুর-মুম্বাই এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
পশ্চিম রেলওয়ের চিফ পিআরও সুমিত ঠাকুর জানান, ট্রেনটি মুম্বাই যাচ্ছিল। কনস্টেবল চেতন কুমার চৌধুরী শুরুতে তার এসকর্ট ডিউটি ইনচার্জ সহকারী সাব ইন্সপেক্টর টিকা রাম মীনাকে গুলি করেন। তারপর অন্য একটি বগিতে গিয়ে ৩ যাত্রীকে গুলি করেন।
সরকারি রেল পুলিশ এবং আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় চেতন কুমারকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র রাজ্য পুলিশ।
ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে মহারাষ্ট্রের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার জানান, চেতন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
Comments