সু চিকে ৫ মামলায় ক্ষমা, আরও ১৪ মামলা থাকায় এখনই মুক্তি নয়

তার বিরুদ্ধে কয়েকটি মামলায় সাজা ক্ষমা করা হলেও আরও ১৪টি মামলা থাকায় তাকে এখনই মুক্তি দেওয়া যাবে না।
অং সান সু চি। ছবি: সংগৃহীত

মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে ৫টি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা পেয়েছেন। তার বিরুদ্ধে এখনও ১৪টি মামলা চলমান রয়েছে।  

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি ছিলেন তিনি।

আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, 'সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।'

একটি আইনি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে কয়েকটি মামলায় সাজা ক্ষমা করা হলেও আরও ১৪টি মামলা থাকায় তাকে এখনই মুক্তি দেওয়া যাবে না। ১৯টির মধ্যে মাত্র ৫টি মামলায় তাকে ক্ষমা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Income tax submission

Shahnaz Rahman among top taxpayers of FY 23

The Daily Star Editor Mahfuz Anam, Prothom Alo Editor Matiur Rahman also on the list

53m ago