এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিম্ন আদালতের দেওয়া ৩ বছরের সাজা আজ মঙ্গলবার স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এখনই মুক্তি পাচ্ছেন না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিম্ন আদালতের দেওয়া ৩ বছরের সাজা আজ মঙ্গলবার স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এখনই মুক্তি পাচ্ছেন না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান।

ডন জানায়, বর্তমানে পাঞ্জাবের 'আটক' কারাগারে বন্দি আছেন ইমরান খান। সম্প্রতি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের (ওএসএ) অধীনে মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত 'আটক' কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে, ইমরানকে 'বিচারিক লকআপে' রাখতে এবং তারবার্তা ফাঁসের মামলায় (সাইফার কেস) আগামীকাল বুধবার তাকে আদালতে হাজির করতে।

'আটক' কারাগারের সুপারকে লেখা এক চিঠিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত মুহাম্মদ জুলকারনাইন বলেছেন, 'অভিযুক্ত ইমরান খানকে ওপরে উল্লিখিত এফআইআরের (ওএসএ) অধীনে বিচার বিভাগীয় রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই কারাগারে আটক রয়েছেন।'

গত বছর এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। একটি কূটনৈতিক তারবার্তার বরাতে তখন তিনি দাবি করেছিলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় তাকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছিল।

এ ঘটনায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে ইমরান খান ও তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে মামলা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফআইএ। এ মামলায় ইতিমধ্যে কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

 

Comments