মরক্কোকে সহায়তা করতে প্রস্তুত বাইডেন-সুনাক, শি জিনপিংয়ের শোক

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফ্রিকার দেশ মরক্কোর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের শহর মারাকেশের বাসিন্দা এক নারী বিধ্বস্ত ভবনের পাশে আহাজারি করছেন। ছবি: এএফপি

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফ্রিকার দেশ মরক্কোর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিবিসি জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাইডেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র জরুরিভাবে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।'

যুক্তরাজ্যও মরক্কোকে সহায়তা করতে প্রস্তুত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, 'গতরাতে মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আমি চিন্তিত।'

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, 'যুক্তরাজ্য তার মরক্কোর বন্ধুদের সহায়তা করতে প্রস্তুত।'

এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও মরক্কোর প্রতি 'শোক বার্তা' পাঠিয়েছেন।

গতকাল গভীর রাতে মরক্কোর হাই আটলাস পর্বতমালায় ৭ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

রয়টার্স জানায়, এটি ৬ দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর ফলে বহু ভবন ভেঙে পড়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৮২০ জনের মৃত্যু এবং ৬৭২ জন আহতের তথ্য পাওয়া গেছে।

 

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago