রসায়নে নোবেল বিজয়ীদের তালিকা ফাঁস?

সুইডেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিজেতারা হলেন মুঙ্গি বাওয়েন্ডি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি), লুই ব্রুস (কলাম্বিয়া ইউনিভার্সিটি) ও আলেক্সি ইয়াকিমভ। 
নোবেল পুরস্কার
রসায়নে নোবেল বিজয়ীদের তালিকা ফাঁসের দাবি জানিয়েছে সুইডেনের গণমাধ্যম। ছবি: সংগৃহীত

আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার কথা রয়েছে। তবে সুইডেনের গণমাধ্যম দাবি করছে, বিজেতাদের তালিকা ইতোমধ্যে ফাঁস হয়েছে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

দাগেনস নিহেতার নামের সংবাদমাধ্যম, সুইডিশ সরকারি টিভি ও রেডিও জানিয়েছে, তারা রয়াল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এর কাছ থেকে তিন যুক্তরাষ্ট্র ভিত্তিক রসায়নবিদের নাম সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পেয়েছে।

অ্যাকাডেমির মুখপাত্র ইভা নেভেলিয়াস এএফপিকে জানান, 'আমরা এখনো জানি না কী হয়েছে। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। আমাদেরকে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

সুইডেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিজেতারা হলেন মুঙ্গি বাওয়েন্ডি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি), লুই ব্রুস (কলাম্বিয়া ইউনিভার্সিটি) ও আলেক্সি ইয়াকিমভ। 

প্রতিবেদন মতে, তারা 'কোয়ান্টাম ডটের সিনথেসিস আবিষ্কারের জন্য' এই পুরষ্কার পেয়েছেন।

তবে অ্যাকাডেমির ওয়েবসাইটে এই সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

অ্যাকাডেমির নোবেল রসায়ন কমিটির বিশেষজ্ঞ সদস্য হাইনার লিনকে দাগেনস নিহেতারের এই প্রতিবেদনের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি বলেন, 'এ মুহূর্তে আমি বোঝার চেষ্টা করছি কী ঘটেছে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। সুতরাং এ ধরনের কোনো সংবাদ বিজ্ঞপ্তি যেয়ে থাকলে নিঃসন্দেহে এটি একটি ভুল।'

নোবেল পুরস্কারের জন্য যারা মনোনীত হন, তাদের তালিকাটি ৫০ বছর গোপন রাখা হয়।

 

Comments