আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০৫৩, আহত ৯ হাজারের অধিক

হেরাত প্রদেশের জেনদেহ জান জেলার সারবুলন্দ গ্রামে ভূমিকম্পের পর বিধ্বস্ত বাড়ির পাশে কম্বলের নিচে বিশ্রাম নিচ্ছে আফগান শিশুরা। ছবি: এএফপি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় নয় হাজারের অধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনন সায়েক বলেন, 'ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ৫৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন নয় হাজার ২৪০ জন এবং এক হাজার ৩২০টির মতো বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।'

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরান সীমান্তের কাছাকাছি দুর্গত অঞ্চলে ১০টি উদ্ধারকারী দল কাজ করছে।

৬ দশমিক ৩ মাত্রার মূল ভূমিকম্পের পর পশ্চিম আফগানিস্তানে আরও আটবার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। প্রাদেশিক রাজধানী হেরাতের আশেপাশে প্রায় ৩০ কিলোমিটার জায়গাজুড়ে এই কম্পন অনুভব করেন বাসিন্দারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, হেরাত প্রদেশের ১২টি গ্রামে ৬০০ বাড়ি পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতির শিকার হয়েছে। এতে প্রায় ৪ হাজার ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে যে, উদ্ধার কার্যক্রম পুরোদমে শুরুর পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

7h ago