সৌদি যুবরাজ সালমানের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক

ছবি: এএফপি

ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

আজ রোববার এক মার্কিন কর্মকর্তার বরাতে এএফপি জানায়, আরব সফরের অংশ হিসেবে রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রাসাদে তার সঙ্গে দেখা করেছেন ব্লিঙ্কেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় টানা ৮ দিন ধরে গাজা উপত্যকায় ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসকে ঠেকাতে ইসরায়েলকে সামরিক সহযোগিতা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সহিংসতা শুরুর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অগ্রগতির কথা জানিয়েছিলেন সৌদি যুবরাজ। ইসরায়েল ২০২০ সালে ৩ টি আরব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সৌদি স্বীকৃতি ইসরায়েলের জন্য একটি মাইলফলক।

আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ফিলিস্তিনি স্বার্থকে আরও দুর্বল করে তোলে। অনেক বিশ্লেষক মনে করেন, সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের ঘোষণার প্রতিবাদ হিসেবেই হামাস এ আক্রমণ করেছে।

ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান সংঘাতে সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া পিছিয়ে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রেও সৌদি যুবরাজ ব্যাপকভাবে বিতর্কিত। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন সৌদি যুবরাজ সালমান।

প্রেসিডেন্ট জো বাইডেন একসময় সৌদি আরবের তীব্র সমালোচনা করলেও গত বছর সৌদি সফরের পর যুবরাজ সালমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তিনি। সেসময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছিল।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago