গাজায় ইসরায়েল বোমা হামলা চালাতে থাকলে কেউ প্রতিরোধ ঠেকাতে পারবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, গাজায় ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকলে কেউ প্রতিরোধ থামাতে পারবে না।
আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় চলমান সংঘাতের বিষয়ে খামেনি বলেন, 'ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল শাসকদের অপরাধ চলতে থাকলে কেউ মুসলিম ও প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে পারবে না। গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে।'
খামেনি আরও বলেন, 'ইসরায়েল সরকার যাই করুক না কেন, তারা যে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে তা কোনোভাবেই পুষিয়ে নিতে পারবে না।'
আল জাজিরা জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের তাদের অপরাধের জন্য বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন খামেনি।
তিনি বলেছেন, 'গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি শাসকদের বিচার হওয়া উচিত।'
পূর্ণ মাত্রায় স্থল হামলার প্রস্তুতি হিসেবে গাজা সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে ইসরায়েল। আগামীকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের আগে এই মন্তব্য করেছেন খামেনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে সশস্ত্র হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাসের সঙ্গে এই হামলায় ইরান জড়িত কি না এ নিয়ে জল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এ ধরনের কোনো তথ্য পায়নি।
Comments