গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ছাড়াল সাড়ে ২১ হাজার

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ২১ হাজার ৫০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা শহরের একটি উঁচু ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত সাড়ে ২১ হাজার মানুষ নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ২১ হাজার ৫০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৫ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago