নিউইয়র্কে আদালতে ট্রাম্প, বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলার সময় আদালতের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছেন এক যুবক। দেশটির স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, আদালতকক্ষ থেকে চলে আসা রাস্তা ধরে ওই ব্যক্তি হেঁটে পার্কে আসেন। বাতাসে প্রচারপত্র ছুড়ে দিচ্ছিলেন তিনি। এরপর ব্যাকপ্যাক থেকে একটি ক্যান বের করে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেন। কয়েক মিনিট ধরে ওই ব্যক্তি অগ্নিদগ্ধ হন। এ সময় ট্রাম্প আদালত কক্ষে ছিলেন।

বিবিসি জানায়, সেসময় আদালতের বাইরে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র আনতে পার্কে ছুটে যান। আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্ট্রেচারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালের বার্ন সেন্টারে আছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো (৩৭)। পরিবার নিয়ে ম্যাক্সওয়েল থাকেন ফ্লোরিডায়। সেখান থেকেই নিউইয়র্কে এসেছিলেন। পুলিশের কাছে তার অপরাধে যুক্ত থাকার কোনো রেকর্ড নেই। এমনকি তিনি যে নিউইয়র্কে এসেছেন, এটাও তার পরিবারের সদস্যরা জানতেন না।

নিউইয়র্কের পুলিশ প্রধান জেফরি ম্যাড্রে জানান, ম্যাক্সওয়েল যেসব প্রচারপত্র ছুড়ে দিচ্ছিলেন সেগুলো 'ষড়যন্ত্র তত্ত্ব' পরিপূর্ণ ছিল।

জানা গেছে, এ ঘটনার সময় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকাজ পরিচালনায় ম্যানহাটনের ওই আদালতে ১২ সদস্যের পূর্ণ জুরি গঠনের কাজ চলছিল। ঘটনার পরপর ট্রাম্প আদালত ত্যাগ করেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।

ঘুষের এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ- সেটিই আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে ১২ সদস্যের জুরি। আগামী সোমবারেই প্রাথমিক আইনি যুক্তিতর্ক শুনতে পারে আদালত। ট্রাম্পই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

4h ago