ইসরায়েল-হামাস ‘যুদ্ধবিরতি চুক্তির’ দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

মিশর ও কাতারের মধ্যস্থতায় কায়রোতে শনিবার থেকে চলছে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনা। তবে এখন পর্যন্ত কোনো চুক্তিতে আসতে পারেনি তারা।

এই চুক্তি সম্পাদন হলে গাজায় ইসরায়েলি অভিযান সাময়িকভাবে বন্ধ হবে এবং বিনিময়ে জিম্মিরা মুক্তি পাবেন। তবে যুদ্ধবিরতি চুক্তিটি সাময়িক নাকি স্থায়ী হবে, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

গাজার বাসিন্দা রামজি ওকাশা আল জাজিরাকে জানান, বরাবরই তিনি আশায় আশায় থাকেন, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে। কিন্তু প্রতিবারই তাকে হতাশ হতে হয়।

'দুর্ভাগ্যবশত আমরা অনেকবার আলোচনা ব্যর্থ হতে দেখেছি। তারপরও আমরা আশায় আছি, এবার অন্তত অত্যাচারের সাত মাস, মানবতা ভূলুণ্ঠিত হওয়ার সাত মাস ও মৌলিক অধিকার হারানোর সাত মাসের অবসানের জন্য হলেও একটি যুদ্ধবিরতি চুক্তি হবে', বলেন তিনি। 

তার কাছে যুদ্ধবিরতি চুক্তির মানে কী? জানতে চাইলে রামজি ওকাশা বলেন, 'আমি বাড়ি ফিরতে চাই।'

'গত অক্টোবরে গাজার উত্তরাঞ্চল থেকে আমরা বাস্তুচ্যুত হয়েছি। তবে আমাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে, সন্তানদের পড়ালেখা করাতে এবং অন্যান্য মানুষের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

24m ago