যুক্তরাজ্যের নির্বাচনে টিউলিপসহ বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়

রুশনারা পঞ্চমবার, টিউলিপ ও ড. রূপা চতুর্থবার এবং আপসানা দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে জয়ী হলেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। সেই নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদও।

তারা হলেন—রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আপসানা বেগম। তারা সবাই লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

তাদের মধ্যে রুশনারা টানা পঞ্চমবারের মতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ ও ড. রূপা টানা চতুর্থবারের মতো এবং আপসানা টানা দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে জয়ী হলেন।

বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জয়ী রুশনারা ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।

হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন টিউলিপ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার ৪৬২ ভোট।

ড. রূপা ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে পেয়েছেন ২২ হাজার ৩৪০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন আট হাজার ৩৪৫ ভোট।

বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন আপসানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন পাঁচ হাজার ৯৭৫ ভোট।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago