ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬২ আরোহী নিহত

উড়োজাহাজটিতে ৫৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। ছবি: এপির সৌজন্যে

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬২ আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

বোপাস এয়ারলাইন জানায়, উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার সময় পথে ভিনহেদো এলাকায় উড়োজাহাজটি ভূপতিত হয়।

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিতে ৫৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। তাদের কেউ বেঁচে নেই বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রাজিলের গ্লোবোনিউজ টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Comments