৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয়নি: ইউনেসকো

ছবি: সংগৃহীত

২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে এই ১৮ বছরে বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৭০০ জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং এসব ক্ষেত্রে প্রায় ৮৫ শতাংশ মামলা আদালত পর্যন্ত পৌঁছায়নি।

জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ শনিবার ইউনেসকো এ প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বের সব দেশকে সাংবাদিক হত্যার দায়মুক্তি অবসানের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 'এবারের গাজা যুদ্ধে গত কয়েক দশকের মধ্যে সর্বাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।'

সাংবাদিকদের নিরাপত্তা ও অপরাধ তদন্তপূর্বক বিচার করতে জরুরিভাবে ব্যবস্থা নিতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইউনেসকোর প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক নিহতের ঘটনায় দায়মুক্তির হার অব্যাহত আছে। বর্তমানে এই হার ৮৫ শতাংশ থাকলেও, ৬ বছর আগে ছিল ৮৯ শতাংশ এবং ১২ বছর আগে ছিল ৯৫ শতাংশ।

দ্বিবার্ষিক এই প্রতিবেদনে ২০২২-২৩ সালে মোট ১৬২ সাংবাদিক নিহতের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ ঘটনা সশস্ত্র সংঘাতের মধ্যে ঘটেছে।

এর বাইরে বেশিরভাগই অপরাধ, দুর্নীতি, বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, উদ্বেগজনকভাবে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ১৪ জন নারী সাংবাদিক নিহত হয়েছেন।

ইউনেসকোর মহাপরিচালক অড্রি আজুলে বলেন, '২০২২-২৩ সালে প্রতি চার দিন একজন সাংবাদিক নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কাউকে কখনোই দায় দেওয়া হবে না। এই অপরাধগুলো যেন শাস্তির বাইরে না থেকে যায়, তা নিশ্চিত করতে আমি সব সদস্য রাষ্ট্রকে আরও ভূমিকা রাখার আহ্বান জানাই।' 

 

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

2h ago