নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ারসহ আরও যেসব রাজ্যে ভোট শুরু

নিউ হ্যাম্পশায়রের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ছবি: রয়টার্স

আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। যদিও এর মধ্যে ভোটারদের একটি বড় অংশ আগাম ভোট দিয়ে ফেলেছেন।

নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ারসহ আরও কিছু রাজ্যে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভোট শুরু হয়ে গেছে।

দেশটির ৫০ অঙ্গরাজ্যের সময়ের হিসাব একরকম নয়। তাই ভিন্ন ভিন্ন রাজ্যের ভোটগ্রহণ শুরুর সময় বাংলাদেশের হিসেবেও ভিন্ন হবে।

বিভিন্ন রাজ্যের নির্বাচন অফিসের নির্ধারিত ভোট শুরুর সময় জানিয়েছে সিএনএন।

ভোট দেওয়ার জন্য গোপন বুথের বাইরে ভোটারদের সারি। ছবি: রয়টার্স

বিভিন্ন রাজ্যে কিংবা রাজ্যের কোনো কাউন্টি বা শহরের মধ্যে সবার আগে স্থানীয় সময় ভোর ৬টায় বা বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু হচ্ছে। এগুলো হলো-নিউইয়র্ক, ভার্জিনিয়া, কানেকটিকাট ও নিউজার্সি।

মেইন রাজ্যে প্রায় সব ভোটকেন্দ্র বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে খোলা হবে। তবে ৫০০ জনের কম ভোটার হলে কেন্দ্র খুলবে স্থানীয় সময় সকাল ১০টায় বা বাংলাদেশ সময় রাত ৯টায়।

নিউ হ্যাম্পশায়ারে বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে সব ভোটকেন্দ্র খুলবে।

ইন্ডিয়ানা, কেন্টাকিতে সকাল ৭টায় বা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভোটকেন্দ্র খোলা হবে।

ওহিও, উত্তর ক্যারোলিনা, পশ্চিম ভার্জিনিয়া ও ভার্মন্টে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) ভোটগ্রহণ শুরু।

আলাবামা, ডেলাওয়্যার, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, কানসাস, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিসৌরি, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা, টেনেসির বেশিরভাগ কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ভোটগ্রহণ শুরু হবে।

এর বাইরে অ্যারিজোনা, আইওয়া, লুইসিয়ানা, মিনেসোটা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওকলাহোমা, টেক্সাস ও উইসকনসিনের বেশিরভাগ ভোটকেন্দ্র স্থানীয় সময় সকাল ৮টায় বা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। 

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মধ্যে তাদের নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। কমলা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। আর ট্রাম্প প্রচারণা শেষে ফ্লোরিডায় নিজ বাড়িতে ফিরেছেন।

 

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Prof Yunus named among Time’s 100 Most Influential People of 2025

A tribute article on Prof Yunus was written by Hillary Clinton for the magazine

41m ago