ইলেক্টোরাল ভোট: কমলা ১১২, ট্রাম্প ১৯৮
যুক্তরাষ্ট্রের লাখো ভোটার রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসের মধ্যে একজনকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার জন্য ভোট দিচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
বার্তা সংস্থা এপির লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ১৯৮ ও কমলা ১১২টি ইলেক্টোরাল ভোট পাবেন বলে পূর্নিবাভাস পাওয়া গেছে।
ন্যুনতম ২৭০ ইলেক্টোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন।
কেনটাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিসৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।
অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
এডিসন রিসার্চের পূর্বাভাস মতে, ইন্ডিয়ানা, কেনটাকি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন ট্রাম্প। অপরদিকে, ভারমন্টে জয়ী হয়েছেন কমলা। দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট নয় অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে।
এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ফল আসেনি।
পূর্ব অনুমান অনুযায়ী জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটেই নির্বাচনের ফল নির্ধারণ হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
জনমত জরিপে এখনো এই সাত অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।
Comments