পার্লামেন্টে গান্ধী পরিবারের তৃতীয় সদস্য প্রিয়াঙ্কা

লোকসভায় শপথ নিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি। ছবি: স্টেটসম্যান
লোকসভায় শপথ নিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি। ছবি: স্টেটসম্যান

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনে কেরালার ওয়েনাড আসন থেকে জয়ী হয়েছেন গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই পার্লামেন্টে গান্ধী পরিবারের তৃতীয় সদস্য হিসেবে আজ তিনি সংবিধান হাতে শপথ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

ওয়েনাডের পাশাপাশি উত্তর প্রদেশের রায়বেরেলি আসনেও জেতার পর এই আসন ছেড়ে দেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী। রাহুলের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে জিতেছেন প্রিয়াঙ্কা।

ভাই ও মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা। ফাইল ছবি: সংগৃহীত
ভাই ও মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা। ফাইল ছবি: সংগৃহীত

মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর পর তৃতীয় সদস্য হিসেবে পার্লামেন্ট সদস্য হলেন প্রিয়াঙ্কা।

তার মা সাবেক কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী উচ্চকক্ষ বিধানসভার সদস্য।

শনিবার ওয়েনাড আসনের ভোট গণনা শেষ হয়। তিনি ৬ লাখ ২২ হাজার ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির সাথিয়ান মোকেরির চেয়ে চার লাখেরও বেশি ভোট পান প্রিয়াঙ্কা। তৃতীয় অবস্থানে ছিলেন বিজেপির প্রার্থী।

এক্সে এক বড় পোস্ট করে ভোটারদের ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা।

তিনি তার দলের সহকর্মী ও পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানান। আলাদা করে মা সোনিয়া, ভাই রাহুল, স্বামী রবার্ট ভদ্র ও দুই সন্তানের কথা উল্লেখ করেন। 

প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচারণা রাহুল ও সোনিয়ার সরব উপস্থিতি ছিল।

এই বিজয় ও শপথ গ্রহণের মাধ্যমে ভারতের আনুষ্ঠানিক নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তের জন্য তার দল ও সমর্থকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।

সাম্প্রতিক সময়ের প্রতিটি নির্বাচনেই প্রিয়াঙ্কার অংশ নেওয়ার গুজব রটেছিল, কিন্তু তিনি বরাবরই এ বিষয়ে অনীহা প্রকাশ করে এসেছেন।

কেরালার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্পষ্ট করতে শপথ গ্রহণের সময় তিনি প্রথাগত কাসাভু শাড়ী পরে আসেন।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago