পাকিস্তানের কুররামে সহিংসতায় ১০ দিনে নিহত ১৩০, অস্ত্রবিরতি

খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি: এএফপি

পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় টানা ১০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শিয়া ও সুন্নি গোত্রের মাঝে অস্ত্রবিরতি হয়েছে। 

আজ সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডন এ তথ্য জানিয়েছে।

গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া সাম্প্রতিক এ দাঙ্গায় অন্তত ১৩০ জন নিহত হয়েছে।

পাকিস্তান সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলমান বসবাস করেন। জেলার দুই গোত্রের মুসলমানদের মধ্যে গত কয়েক দশক ধরে শত্রুতা ও সংঘাত বিরাজ করছে।

এখানে সাম্প্রতিকতম সংঘাতের শুরু হয় গত ২১ নভেম্বর। দুটি গাড়িবহরে বন্দুক হামলার জেরে নতুন করে দুই গোত্রের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসকের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ১০ দিনের সংঘাতে অন্তত ১৩০ জন নিহত এবং ১৮৬ জন আহত হয়েছে।

সহিংসতার মাঝে নভেম্বরে প্রাদেশিক সরকারের মধ্যস্থতায় সাত দিনের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়, যা একদিনও স্থায়ী হয়নি। এরপর গত সপ্তাহে ১০ দিনের আরেকটি অস্ত্রবিরতি প্রস্তাব সম্মত হয় দুই পক্ষ। সেটিও স্থায়ী হয়নি।

আজ জেলার বিভিন্ন অঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগের মাধ্যমে অস্ত্রবিরতি বজায় রাখা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, 'সশস্ত্র জনগণকে ফায়ারিং পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। (জেলায়) পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।'

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কুররামে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

2h ago