অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবি। ফাইল ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবি। ফাইল ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ২৬ নভেম্বরের সহিংসতা সংশ্লিষ্ট তিন মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

বিচারক শাব্বির ভাট্টি ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ইসলামাবাদে আজ বৃহস্পতিবার জেলা দায়রা জজের আদালতে শুনানির পর প্রতিটি মামলার বিপরীতে ৫০ হাজার রুপি করে নিরাপত্তা বন্ডে সাক্ষর করে জামিন নিশ্চিত করেন বুশরা। 

তারনল ও রমনা থানায় দায়ের করা মামলার শুনানিতে হাজির হন বুশরা ও তার আইনজীবীরা। এসব মামলায় চারটি এফআইআর জারি করা হয়েছে।

গত সপ্তাহের শনিবার পাকিস্তানের দুর্নীতি-বিরোধী আদালত (এটিসি) রাওয়ালপিন্ডিতে বুশরা বিবিকে ২৬ নভেম্বরের বিক্ষোভ সংশ্লিষ্ট ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দেয়। রাওয়ালপিন্ডি, আটক ও চাকওয়ালের একাধিক থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

ইমরানের স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত/এক্স
ইমরানের স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত/এক্স

পাশাপাশি, ইমরান-বুশরা ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে তিন রেঞ্জারকে বিক্ষোভের সময় 'গাড়িচাপা' দিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

২৬ নভেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে বড় আকারে বিক্ষোভ করে পিটিআই। এই বিক্ষোভের পর থেকেই ইমরান, বুশরা ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে শেহবাজ শরীফের সরকার। 

বিক্ষোভ তুঙ্গে উঠলে সামরিক বাহিনী অভিযান চালিয়ে ইসলামাবাদের রেড জোন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এ সময় আইন প্রয়োগকারী সংস্থার হাতে এক হাজার নেতা-কর্মী ও সমর্থক গ্রেপ্তার হন।

সরকার ইমরানের দলের বিরুদ্ধে 'জঙ্গি কৌশল' ব্যবহারের অভিযোগ এনেছে। এক অভ্যন্তরীণ নথিতে এ কথা বলা হয়েছে।

অপরদিকে, পিটিআই একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের মাধ্যমে এই বিক্ষোভকে ঘিরে সহিংসতার ঘটনাগুলো তদন্তের দাবি করেছে। তাদের অভিযোগ, পুলিশি অভিযানে একাধিক কর্মী নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago