আগামী সপ্তাহে ফ্রান্সে এআই শীর্ষ সম্মেলন

ছবি: এএফপি

আগামী সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স।

যেখানে স্যাম অল্টম্যান, সুন্দর পিচাইসহ এআই ও প্রযুক্তি খাতের ৮০ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানায়, ১০ ও ১১ ফেব্রুয়ারি প্যারিসের গ্রঁ পেলেইয়ে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সেখানে এআই খাতে যুক্তরাষ্ট্র ও চীনের অগ্রগতির মুখে ইউরোপের প্রস্তুতি জোরদার করার ডাক দেওয়া হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কার্যালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, 'এই সম্মেলন ফ্রান্স এবং ইউরোপের জন্য ‌একটা সতর্ক বার্তা। আমাদের দেখাতে হবে, (এআই উন্নয়নে) আমরা কোথায় আছি।'

মাখোঁর কার্যালয় থেকে আরও বলা হয়, 'এই (এআই) বিপ্লবকে হাতছাড়া হতে দেবে না ফ্রান্স।'
গুগলের ডিপমাইন্ড এআই গবেষণা ইউনিটের প্রধান নোবেলজয়ী ডেমিস হাসাবিসও সম্মেলনে যোগ দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ককেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, তা এখনো স্পষ্ট না।
এলিসে প্রাসাদ থেকে জানানো হয়েছে, ডিপসিক প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেংকে আমন্ত্রণ জানানোর ব্যাপারেও 'আলোচনা চলছে'।
এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও চীন থেকে কারা কারা আসছেন, তা এখনো জানা যায়নি। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় শুধু জানিয়েছে, সম্মেলনে 'বেশ উচ্চপর্যায়ের' প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
ইউরোপ থেকে আমন্ত্রণ গ্রহণ করা অতিথিদের মধ্যে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

 

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago