মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৪১

দক্ষিণ মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধার কাজ এখনো চলছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৮ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ৩৮ জন যাত্রী ও দুই চালকের মৃত্যু হয়। ট্রাকের চালকও মারা গেছেন।
রয়টার্সের ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, কেবল ধাতব ফ্রেম সড়কে পড়ে আছে।
মেক্সিকোর বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা ফেসবুকে একটি পোস্টে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
তারা আরও জানিয়েছে, বাসটি গতিসীমার মধ্যে ছিল কিনা তা তদন্তে করতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে।
Comments