মাস্কের সন্তানদের যে উপহার দিলেন মোদি

ইলন মাস্কের সন্তানদের হাতে উপহার তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদি। ছবি: মোদির এক্স থেকে নেওয়া

দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তার অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে সেই সাক্ষাতে মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানের দেখা হয়।

এসময় মোদি মাস্কের সন্তানদের তিনটি বই- নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের 'দ্য ক্রিসেন্ট মুন', দ্য গ্রেট আর কে নারায়ণ সংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র উপহার দেন। 

মোদির এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ছবিতে মাস্কের সন্তানদের এসব বই পড়তে দেখা গেছে।

এক্স পোস্টে মোদি লিখেছেন, 'ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলাও আনন্দের ছিল।'

এছাড়া মাস্কের সঙ্গে তার সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

অপর এক এক্স পোস্টে মোদি লিখেছেন, তারা মহাকাশ, প্রযুক্তি এবং গতিশীলতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, 'আমি সংস্কার এবং "ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন"-এর দিকে ভারতের প্রচেষ্টার কথা বলেছি।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে বলেছে, উদীয়মান প্রযুক্তি, ব্যবসায়িক উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার সুযোগগুলোও তাদের আলোচনার অংশ ছিল।
 

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

15h ago