শ্রীলঙ্কায় আইনজীবীর বেশে আদালতে ঢুকে ‘মাদক চোরাকারবারিকে’ গুলি করে হত্যা

কড়া প্রহরায় গানেমুল্লে সঞ্জিবাকে আদালতে হাজির করা হয়। ছবি: ভিডিও থেকে
কড়া প্রহরায় গানেমুল্লে সঞ্জিবাকে আদালতে হাজির করা হয়। ছবি: ভিডিও থেকে

শ্রীলঙ্কায় শীর্ষ মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালত কক্ষের ভেতর আইনজীবীর ছদ্মবেশে থাকা বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।

আজ বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

গানেমুল্লে সঞ্জিবা নামের ওই ব্যক্তি জামিন আবেদনের শুনানিতে যোগ দেওয়ার জন্য কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন। তিনি নির্ধারিত ডকে প্রবেশের সময় একেবারে কাছে থেকে তাকে গুলি করা হয় বলে পুলিশের বিবৃতিতে জানা গেছে।

পুলিশের মুখপাত্র এসএসপি বুদ্ধিকা মানাথুঙ্গা জানান, আইনজীবীর পোশাক পরিহিত এক বন্দুকধারী ব্যক্তি সঞ্জিবার ওপর গুলি চালান।

শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিরর এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সঞ্জিবাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান ওই ছদ্মবেশী আইনজীবী।

সঞ্জিবাকে হত্যায় ব্যবহৃত পিস্তল। ছবি: সংগৃহীত
সঞ্জিবাকে হত্যায় ব্যবহৃত পিস্তল। ছবি: সংগৃহীত

আততায়ীর গুলিতে গুরুতর আঘাত পান সঞ্জিবা। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ভারী অস্ত্রে সজ্জিত এলিট স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা কড়া প্রহরায় সঞ্জিবাকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসেন। আদালতের ফটকে প্রিজন গার্ডদের হাতে তাকে সোপর্দ করেন তারা।

উপ-জননিরাপত্তা মন্ত্রী সুনীল ওয়াতাগালা আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, 'আমরা সঞ্জিবাকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছি এবং বন্দুকধারীকেও চিহ্নিত করেছি'।

'হত্যাকারীকে খুঁজে পেতে অভিযান শুরু হয়েছে', যোগ করেন তিনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক চক্রের দ্বৈরথের শিকার হয়ে ২০২৫ সালে ইতোমধ্যে নয় ব্যক্তি  নিহত হয়েছেন।

Comments