মানবতাবিরোধী অপরাধে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে গ্রেপ্তার

রদ্রিগো দুতের্তে। ফাইল ফটো এএফপি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুতের্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হলো।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, তার মাদকবিরোধী অভিযানের নামে হাজার হাজার ফিলিপিনোকে বিনাবিচারে হত্যা করা হয়েছে।

ফিলিপাইন সরকারের বরাতে জানানো হয়, হংকংয়ে এক সফর থেকে ফেরার পর আজ ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় দুতের্তেকে।  

ভোরে ইন্টারপোল অপরাধ আদালতের কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কপি পায় বলে জানিয়েছে এএফপি।

তাকে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Election Commission

EC’s accountability is key to Bangladesh’s electoral reform

Success of wider electoral reforms depends heavily on the EC’s willingness to adopt reforms.

8h ago