থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার দায়ে মার্কিন শিক্ষক গ্রেপ্তার

থাই রাজা মহা ভাজিরালংকর্ন ও তার স্ত্রী। ফাইল ছবি: ডয়চে ভেলে
থাই রাজা মহা ভাজিরালংকর্ন ও তার স্ত্রী। ফাইল ছবি: ডয়চে ভেলে

দেশের রাজতন্ত্রকে অবমাননার অভিযোগে গতকাল মঙ্গলবার এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে থাইল্যান্ডের কর্তৃপক্ষ।

পল চেম্বার্স নামের ওই মার্কিন নাগরিক উত্তর থাইল্যান্ডের নরেসুয়ান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

গত সপ্তাহে থাই সামরিক বাহিনীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে ডেকে পাঠায়।

এরপর ব্যাংকক থেকে ৩৬০ কিমি দূরে উত্তরাঞ্চলের পিটসানুলোকের একটি থানায় হাজিরা দেন চেম্বার্স।

এর পরই তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগের বিস্তারিত

নাম প্রকাশে অনিচ্ছুক পিটসানুলোকের এক পুলিশ জানান, মূলত দুইটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন ওই মার্কিন নাগরিক।

থাইল্যান্ডের রাজতন্ত্রকে অবমাননার পাশাপাশি তার বিরুদ্ধে অনলাইন অপরাধেরও অভিযোগ ওঠে।

মানবাধিকার আইনজীবীদের সংস্থা থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানি পূর্ববর্তী গ্রেপ্তারের জন্য চেম্বার্সকে পিটসানুলোক প্রভিন্সিয়াল আদালতে উপস্থাপন করা হয়েছিল।

মার্কিন শিক্ষক পল চেম্বার্স। ছবি: ব্যাংকক পোস্টের সৌজন্যে
মার্কিন শিক্ষক পল চেম্বার্স। ছবি: ব্যাংকক পোস্টের সৌজন্যে

ওই সংস্থা থেকেই চেম্বার্সের হয়ে লড়বেন আইনজীবী ওয়ানাপাট জেনরুমজিট। 

তিনি জানিয়েছেন, একটি অনলাইন সেমিনারকে কেন্দ্র করে এই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উনি ওই সেমিনারে বক্তা ছিলেন। ওই মানবাধিকার সংস্থা আরো জানিয়েছে, চেম্বার্সের জামিন নামঞ্জুর করেছে আদালত।

রাজতন্ত্র সংক্রান্ত আইনে কী বলে?

থাইল্যান্ডের রাজতন্ত্র অবমাননার বিরুদ্ধে আইন খুবই কড়া। থাই ফৌজদারি দণ্ডবিধির ১১২ নম্বর ধারা অনুযায়ী রাজা, রানি অথবা তাদের উত্তরাধিকারীকে হুমকি দিলে অথবা অপমান করলে তিন থেকে ১৫ বছরের জেল হতে পারে।

রয়টার্স

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

13h ago