চীনা কিছু পণ্যের ওপর শুল্ক বেড়ে ১৪৫ শতাংশ

ফাইল ফটো | ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর চীনের কিছু পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক বেড়ে ১৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে নতুন এই শুল্ক হার কার্যকর হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত হলেও, এই তালিকা থেকে বাদ পড়েছে চীন। বরং তিনি চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করেছেন। এছাড়া পূর্বের আরোপিত অতিরিক্ত আরও ২০ শতাংশ জুড়িয়ে দেওয়া হয়েছে।

ফলে, চলতি বছর চীনা পণ্যের ওপর ট্রাম্পের আরোপিত মোট শুল্কের পরিমাণ ১৪৫ শতাংশে পৌঁছেছে।

তবে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানি, সেইসঙ্গে অটোমোবাইল পণ্যগুলোকে বাদ দেওয়া হয়েছে, যেগুলোর ওপর ট্রাম্প পৃথক ব্যবস্থায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

তামা, ওষুধ, সেমিকন্ডাকটর, কাঠ ও জ্বালানির মতো পণ্যের ক্ষেত্রে—ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ভিন্নভাবে চিন্তা করছেন।

Comments

The Daily Star  | English

Jamdani as the battleground

Jamdani is not just the material or the motifs; it encompasses everything—from the river system and flora-fauna of the Dhaka region

1d ago