ইসরায়েলে ভয়াবহ দাবানল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

ইসরায়েলের মধ্যাঞ্চলের বেত শেমেশ শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি: এএফপি
ইসরায়েলের মধ্যাঞ্চলের বেত শেমেশ শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি: এএফপি

ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে গতকাল বুধবার দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে 'জাতীয় জরুরি অবস্থা' ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ।

জেরুজালেম পোস্টের বরাত দিয়ে সংবাদমাধ্যম 'আল-মনিটর' এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে হাজারো বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজে দমকল বাহিনীকে সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন ক্যাটজ।

দাবানল থেকে সুরক্ষা পেতে ইসরায়েলিদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: এএফপি
দাবানল থেকে সুরক্ষা পেতে ইসরায়েলিদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: এএফপি

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরো জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ইসরায়েল ক্যাটজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, 'আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি হয়েছি। জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে।'

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ ও তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যে নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দাবানলের ধোঁয়ায় সূর্য ঢেকে গেছে। ছবি: এএফপি
দাবানলের ধোঁয়ায় সূর্য ঢেকে গেছে। ছবি: এএফপি

এদিকে দাবানলের কারণে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেয়া হয়েছে।

জেরুজালেম ও তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল ও ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে।

এদিকে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে গতকাল বুধবার বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় কিছু সম্প্রদায়কে সরিয়ে নেয়ার পাশাপাশি রাস্তাঘাটও বন্ধ করে দেয়া হয়েছে।

ইসরায়েলের মধ্যাঞ্চলের বেত শেমেশ শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি: এএফপি
ইসরায়েলের মধ্যাঞ্চলের বেত শেমেশ শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবি: এএফপি

এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা, যার কারণে তেল আবিবের পশ্চিমে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে।

ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পাহাড়ের অন্তত পাঁচটি স্থানে আগুন লেগেছে।  

ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

The rickshaw debate

For some, the battery-run vehicles are a time-efficient and cost-effective blessing; for others, they are a dangerous disruption to the already precarious traffic system.

13h ago