যুদ্ধবিরতির মধ্যেই কাশ্মীরে গোলাগুলি, পরস্পরকে দুষছে নয়াদিল্লি-ইসলামাবাদ

যুদ্ধবিরতি ঘোষণার পর রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু শহরের আকাশে সামরিক তৎপরতা দেখা যায়। ছবি: রয়টার্স

চার দিনের লড়াই শেষে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে আবার গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, লড়াইয়ের কেন্দ্রস্থল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাবর্ষণ এবং ড্রোন হামলা হতে দেখা গেছে। রাতের আঁধারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় হতে দেখা যায়। এর পরই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে এর যেকোনো পুনরাবৃত্তি 'কঠোরভাবে মোকাবেলা' করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 'আমরা পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে এবং পরিস্থিতিকে গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে দেখার আহ্বান জানাই।

জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটি যুদ্ধবিরতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং গোলাগুলির জন্য ভারতকে দায়ী করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, 'আমাদের বাহিনী দায়িত্ব এবং সংযমের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে।'

গত সপ্তাহে বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এর পরই দেশদুটির মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। চার দিন সংঘাতের পর গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।

গতকাল দিনের শুরুতে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের পারমাণবিক অস্ত্র তদারকি করা শীর্ষ সংস্থার বৈঠক করবে বলে জানানোর পর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। পরে অবশ্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন যে এমন কোনো বৈঠক নির্ধারিত ছিল না। এর আগে রাতের একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে জানান, 'পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।' তিনি আরও বলেন, 'পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা করেছে!'

ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি এর আগে সংক্ষিপ্ত ঘোষণায় জানিয়ে দেন যে দুই দেশের সামরিক অভিযানের প্রধানরা একে অপরের সাথে কথা বলেছেন এবং ভারতীয় সময় বিকাল ৫টা (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) থেকে সকল প্রকার লড়াই বন্ধ করতে সম্মত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাণ্ডজ্ঞান ও বুদ্ধিমত্তা ব্যবহার করার জন্য উভয় দেশকে অভিনন্দন।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago