কনসার্টে আইরিশ র‌্যাপারের হাতে হিজবুল্লাহর পতাকা, ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে মামলা

আইরিশ ব্যান্ড নিক্যাপের র‍্যাপার মো চারা। ফাইল ছবি: এএফপি
আইরিশ ব্যান্ড নিক্যাপের র‍্যাপার মো চারা। ফাইল ছবি: এএফপি

আয়ারল্যান্ডের র‍্যাপ ব্যান্ড নিক্যাপের গায়কের বিরুদ্ধে 'সন্ত্রাসবাদের' অভিযোগ আনা হয়েছে। লন্ডনের এক কনসার্টে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পতাকা ওড়ানোয় এই অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসি এই তথ্য জানিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে ওই কনসার্টটি অনুষ্ঠিত হয়।

গত ১৮ জুন লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরের ম্যাজিস্ট্রেট কোর্টে নিক্যাপের সদস্য লিয়াম ও'হ্যানাকে (২৭) হাজির করা হবে। তিনি সংগীতাঙ্গনে মো শারা নামে পরিচিত।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মো শারা'র বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা ও অভিযোগ গঠন করা হয়েছে।

হিজবুল্লাহর পতাকা। ফাইল ছবি: সংগৃহীত
হিজবুল্লাহর পতাকা। ফাইল ছবি: সংগৃহীত

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও ধ্বংসযজ্ঞ শুরুর পর থেকেই নিক্যাপ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। ব্যান্ডটি বেশ কয়েকবার ইসরায়েল অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের দুর্ভোগের সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আইরিশদের দুঃখ-দুর্দশার তুলনা করেছে।

তাদের প্রায় সব কনসার্টেই ফিলিস্তিনপন্থি স্লোগান শোনা যায়। ব্যান্ডের দাবি, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসায় একটি মহল তাদের সুনাম ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে উঠে আসা তিন সদস্যের ব্যান্ডের গানেও তাদের প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারার ছাপ খুঁজে পাওয়া যায়। তাদের গানের কথায় উঠে এসেছে ব্যঙ্গ-বিদ্রূপ ও আইরিশ রিপাবলিকান আন্দোলনের নানা চিহ্ন।

উল্লেখ্য, ওই আন্দোলনের লক্ষ্য হলো উত্তর আয়ারল্যান্ডকে যুক্তরাজ্য থেকে আলাদা করে স্বাধীন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অংশ করে নেওয়া।

আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ), ব্রিটেনপন্থি মিলিশিয়া ও যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত-সহিংসতায় উত্তর আয়ারল্যান্ডে গত তিন দশকে তিন হাজার ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

গত মাসে ক্যালিফোর্নিয়ার কোচেলার এক সংগীত উৎসবে গানের কথার মধ্যে ইসরায়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সংবাদের শিরোনাম হয় নিক্যাপ। তারা গানের মধ্যে 'ফা* ইসরায়েল, ফ্রি প্যালেস্টাইন' কথাগুলো জুড়ে দেয়।

গানের বাকি অংশে বলা হয়, 'আইরিশরাও নিকট অতীতে ব্রিটিশদের হাতে নির্যাতিত হয়েছে, কিন্তু আমাদের মাথার ওপর কখনো (গালি) আকাশ থেকে বোমা ফেলা হয়নি, আর বিষয়টি এমনও না যে আমাদের পালানোর পথ ছিল না। কিন্তু সেটা তাদের (গালি) নিজেদের বাড়ি এবং সেখানেই তাদের মাথার ওপর বোমা ফেলা হচ্ছে। যদি আপনারা একে গণহত্যা না বলেন, তা হলে এটাকে (গালি) কি বলবেন?'।

মূলত গায়ক মো শারার মুখেই শোনা যায় এ কথাগুলো।

চলতি মাসের শুরুতে নতুন করে নজরদারিতে পড়ে নিক্যাপ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জানায়, তারা যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ওই ব্যান্ডের করা মন্তব্যের বিষয়টি নিয়ে তদন্ত পরিচালনা করবে।

২০২৪ সালের এক কনসার্টের ভিডিও ফুটেজে দেখা যায় ব্যান্ডের এক সদস্য বলছেন, 'শুধু মৃত টোরিরাই ভালো টোরি। আপনার স্থানীয় এমপিকে হত্যা করুন।'

উল্লেখ্য, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টিকে স্থানীয়ভাবে 'টোরি পার্টি' বলে ডাকা হয়।

২০২৩ সালের কনসার্টের ফুটেজে দেখা যায় ব্যান্ডের এক সদস্য চিৎকার করে বলছেন, 'জেগে ওঠো হামাস, জেগে ওঠো হিজবুল্লাহ'।

যুক্তরাজ্য হামাস ও হিজবুল্লাহকে তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

নিক্যাপের ৩ সদস্য। ফাইল ছবি: রয়টার্স
নিক্যাপের ৩ সদস্য। ফাইল ছবি: রয়টার্স

এসব অভিযোগের জবাবে নিক্যাপ বলেছে, তারা 'কখনো হামাস বা হিজবুল্লাহর প্রতি সমর্থন জানায়নি'।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রসঙ্গ না বুঝে তাদের মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে 'নৈতিক হিস্টিরিয়া' সৃষ্টি করছে। ব্যান্ডটি মূলত গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার সমালোচনায় করেছে, আর কিছু নয়।

চলমান বিতর্কের কারণে নিক্যাপের বেশ কয়েকটি কনসার্ট বাতিল হয়েছে।

কয়েকজন ব্রিটিশ আইনপ্রণেতা আগামী জুনে ঐতিহ্যবাহী কনসার্ট গ্ল্যাস্টনবারি ফেস্টিভাল থেকে নিক্যাপকে বাদ রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Salehuddin urges all to work together to overcome challenges of economy

'We are in the midst of all sorts of challenges,' says the finance adviser

1h ago