যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার সাক্ষাৎকারের নতুন অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

স্টুডেন্ট ভিসা এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসে সাক্ষাৎকারের নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। স্টেট ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড যাচাইয়ের কাজ সম্প্রসারণের অংশ হিসেবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের অভ্যান্তরীণ তারবার্তায় পাওয়া তথ্য থেকে এই খবর জানিয়েছে রয়টার্স।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই তারবার্তায় বলেছেন, তার দপ্তর শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাইয়ের বিষয়ে হালনাগাদ নির্দেশনা জারি করার পরিকল্পনা করছে। এর আগ পর্যন্ত কনস্যুলার বিভাগগুলোকে এই দুই ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছে।
মার্কিন গণমাধ্যম পলিটিকো প্রথম এই তারবার্তাটি প্রকাশ করে। রুবিও তারবার্তায় বলেছেন, ইতিমধ্যে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো পুরোনো নির্দেশিকা অনুযায়ী চলতে পারবে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস তারবার্তাটির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন, তবে বলেছেন যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক যে কেউকে যাচাই করার জন্য তারা সবকিছুই করবেন।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ব্রুস সাংবাদিকদের বলেন, 'এখানে কারা আসছেন, তারা শিক্ষার্থী হোক বা অন্য কেউ, তা মূল্যায়নের জন্য আমরা আমাদের সাধ্যমত সবকিছু করতে থাকব।'
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনাকারী শিক্ষার্থী এবং গ্রিনকার্ডধারীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে।
Comments