অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৯

অস্ট্রিয়ার গ্রাজে একটি স্কুলে গুলিবর্ষণের পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স। ছবি: এএফপি

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ ও শহরের মেয়রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। 

পুলিশ ধারণা করছে, হত্যাযজ্ঞের পর আত্মহত্যা করেছে বন্দুকধারী। 

স্থানীয় এক সংবাদ সংস্থাকে গ্রাজের মেয়র এলকে কাহর বলেন, বহু আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনাকে তিনি 'ভয়াবহ ট্র্যাজেডি' হিসেবে আখ্যা দিয়েছেন।

স্থানীয় পত্রিকা ক্রোনেন সাইতুং জানায়, অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। হতাহতদের মধ্যে অনেকেই স্কুল শিক্ষার্থী। তবে মোট কতজন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এক সন্দেহভাজন হামলাকারীর মরদেহ স্কুলের একটি বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এই পত্রিকা। 

ইউরোপের অন্যতম অস্ত্রধারী বেসামরিক জনগোষ্ঠী অস্ট্রিয়া—যেখানে প্রতি ১০০ নাগরিকের কাছে প্রায় ৩০টি আগ্নেয়াস্ত্র আছে।  

Comments

The Daily Star  | English

Prof Yunus sends birthday greetings to Khaleda Zia with flower bouquet

The bouquet was handed over to Khaleda Zia's private secretary ABM Abdus Sattar

1h ago