ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: ব্রিটিশ নাগরিক জীবিত উদ্ধার

ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের একজন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক এএনআইকে জানান, জীবিত ব্যক্তিকে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইটের ১১এ সিট থেকে উদ্ধার করা হয়েছে।

'বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,' যোগ করেন তিনি। 

কর্তৃপক্ষের দেওয়া ফ্লাইটের তথ্য ধরে বিবিসি বের করেছে, ১১এ সিটে থাকা যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক। 

বিশ্বাস কুমার রমেশকে ফ্লাইটের ১১এ সিট থেকে উদ্ধার করা হয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া উড়োজাহাজটি স্থানীয় বি জে মেডিকেল কলেজ হোস্টেলের ডাইনিংয়ের উপর বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা অনেক মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন। 

এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, উড়োজাহাজে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

1d ago